এম.এ.সাবলু হৃদয়, সিলেট :
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেছেন,কেউ অপরাধ করেছে, তার মানেই সে অস্পৃশ্য নয়। তার কোনো সুযোগ-সুবিধা থাকতে পারে না, এই ধারণা একবিংশ শতাব্দিতে চলতে পারে না। তিনি বলেন, কোনো কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি থাকলে সেখানে বন্দিদের প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদান করা অবাস্তব,অসম্ভব। রাষ্ট্রকে বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের দিকে নজর দিতে হবে। বন্দিদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। ড.মিজান গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, সিলেট কারাগারে ১২শ বন্দির ধারণক্ষমতা রয়েছে। কিন্তু এখানে দ্বিগুণ বন্দি থাকছে। এটা মানবাধিকারের লঙ্ঘন। দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ব্যাপক অপব্যবহার হচ্ছে। এর ফলে অনেক নারী ও শিশুর ভবিষ্যত অন্ধকারে নিমজ্জ্বিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রই নারী ও শিশু নির্যাতনের মতো ফৌজদারী মামলায় প্রতিহিংসাবশত নির্বিচারে পরিবারের সবাইকে অভিযুক্ত করা হচ্ছে। এতে অনেক নিরপরাধ নারী ও শিশুর জীবন বিপর্যস্ত হচ্ছে। এসব মামলায় একজনের অপরাধে যেন নিষ্পাপ কোনো শিশুর জীবন বিপন্ন না হয় সেজন্য বিশেষ নীতিমালা প্রণয়নেরও আহবান জানান ড. মিজান।