1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

অবশেষে কক্সবাজারে মিলছে শাকিব-পাওলি’র সময়

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
কোনোভাবেই মিলছিলো না দু’জনার তারিখ। আজ একজন মুম্বাই, তো আরেকজন থাইল্যান্ড। আবার একজন ঢাকা, তো আরেকজন কলকাতা। দ্বিতীয় দফায় কোনোভাবেই এক হচ্ছিলো না শাকিব খান ও পাওলি দামের সময়। অবশেষে দুজনের সময় গিয়ে মিলেছে কক্সবাজারে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে টানা ১৪ দিন চলবে ‘সত্তা’র দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের শুটিং। আর এ পুরো শুটিংয়ের বেশিরভাগটাই হবে সাগরে। সিনেমার ৫টি গানের দৃশ্যায়ন হবে এই ১৪ দিনে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর প্রথম দফার কাজ হয় চলচ্চিত্রটির। ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, দু’জনই মহাব্যস্ত তারকা। তাদের সময় মেলাতে হিমশিম খেতে হয়েছে। শাকিব খান থাইল্যান্ডে ‘রাজাবাবু’ ছবির শুটিং করছেন। কক্সবাজারে সময়মতো এসে যোগ দেবেন তিনি। আর ৯ তারিখে পাওলি ঢাকায় থাকছেন এটি নিশ্চিত। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ ছবিটি নির্মিত হচ্ছে। শাকিব ও পাওলি ছাড়াও এতে অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান প্রমুখ। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণে আছেন টি ডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। গানে কণ্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, সামিনা চৌধুরী, পান্থ কানাই, কনা, মিলা প্রমুখ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com