শীর্ষ নিউজ, ঢাকা:
ফার্মগেটের রহমান ম্যানসন নামক ভবনের দ্বিতীয় তলায় একটি ম্যাসাজ পার্লার থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২৬ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। তেজগাঁও ডিউটি অফিসার এএসআই আজাদ শীর্ষ নিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পার্লার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকেই অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Related