কক্সবাজার আলো ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে। যা বুধবার (২৩ ডিসেম্বর) স্বাক্ষরিত।
কর্মকর্তারা হচ্ছেন, রজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সাদিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ঢাকার ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মইনুর রহমান চৌধুরী ও মোহাম্মদ আবুল কাশেম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) সিদ্দিকুর রহমান এবং ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।