1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ইসলামাবাদে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-১

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৫ দেখা হয়েছে

ঈদগাঁও প্রতিনিধি :

কক্সবাজার সদরে ইসলামাবাদে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং অপরজন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২১শে জানুয়ারী সকাল সাড়ে আটটায় চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের খোদাইবাড়ী ফিলিং ষ্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্য মতে,ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার মোহাম্মদ ইলিয়াসের দুই সন্তান মোটর সাইকেল যোগে খুরুলিয়াতে লেপ তোষকের কাজ করতে যাচ্ছিল। পথিমধ্যে খোদাইবাড়ীতে চট্রগ্রামমুখী প্রাইভেট কারের সংর্ঘষে মারা যান সাইফুল ইসলাম। ছোট ভাই জাহেদুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন ওয়ার্ড় মেম্বার আবদু শুক্কুর। কার গাড়ীটি বিলে নেমে যায়।
মর্মান্তিক এ ঘটনায় পরিবার পরিজনসহ এলাকা বাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকতা সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com