ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে গ্রীলে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছে। ২রা এপ্রিল সন্ধ্যা সাত টার সময় ঈদগাঁও দক্ষিণ মেহেরঘোনা হাজী নূর এ কমিউনিটি সেন্টারের নীচে এই দূ্র্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে মতে, হাজী নূর এ কমিউনিটি সেন্টার নীচে ওয়ার্কশপের দোকানের খাড়া করে রাখা গ্রীল হঠাৎ পড়ে গেলে পাশের দোকানের কর্মচারী আয়াছুর রহমান (১৮) এতে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ইউনিয়ন জালালাবাদ লরাবাক গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
এ ব্যাপারে মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌসের সাথে কথা হলে তিনি নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।