1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ঈদগাঁওতে জীপ-মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ২

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৩৭ দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে জীপ-মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিকসহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশনমুখী মোটর সাইকেলটিকে বাজারমুখী চান্দের গাড়ী জীপ ধাক্কা দিলে মোটর সাইকেল চালক ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক কক্সবাজার বাণীর স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দীন এবং তার পুত্র জিহান(২) আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে আহতরা কক্সবাজারস্থ আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্রে প্রকাশ। আরো জানা যায়, উল্লেখিত স্থানে ঈদগাঁও ঈদগড় সড়কের চান্দের গাড়ী নামক জীপটি ব্রেকফিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এ ব্যাপারে আহত সাংবাদিক গিয়াস উদ্দীন সড়ক র্দুঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com