1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ঈদগাঁওতে লবনের মাঠে পুরোদমে নেমেছে চাষীরা

  • আপডেটের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৫৯ দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর চৌফলদন্ডী-পোকখালী ও ইসলামপুরে চলতি মৌসুমে লবন চাষাবাদে পুরোদমে মাঠে নেমেছে চাষীরা। লবণ মাঠ পরিচর্যাসহ উৎপাদন শুরু করেছেন তারা।

সূত্র মতে, দেশের এক তৃতীয়াংশ লবণের চাহিদা পুরণ করে কক্সবাজারের উৎপাদিত লবণ। তবে এবার লবণের মূল্য কম থাকায় চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে।

গতকাল সকালে চৌফলদন্ডীর উত্তর পাড়া এলাকায় লবনের মাঠে কাজে নিয়োজিত সোহেল জানান, এবার তিনি পাঁচ কানি জমিতে লাগিয়ত হিসেবে লবন চাষাবাদ করে যাচ্ছে। তিনি আড়ি বাধা, সমান করার কাজ শেষ করে এখন পলিথিন বিছানোর জন্য অপেক্ষার প্রহর গুনছেন। অন্যদিকে শাহাদাত ও সিরাজ তারা দুইজনসহ অসংখ্য লোকজন মাঠে লবন উৎপাদনের লক্ষে ব্যস্তমুখর সময় ব্যয় করে যাচ্ছেন। ৫/৬ ধাপ পেরিয়ে অতিকষ্টের বিনিময়ে লবন উৎপন্ন করতে প্রস্তুতির শেষ নেই তাদের।

বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সহ সভাপতি ফরিদুল ইসলাম খাঁন জানান, লবনের দাম কম থাকলেও পুরোদমে মাঠে নামতে যাচ্ছেন এখানকার চাষীরা।

পোকখালী যুবলীগ সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ জানান, দাম কম তারপরেও মাঠে নেমে গেছেন চাষীরা।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com