1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ঈদগাঁওতে হিন্দু পূণ্য তীর্থস্থান পরিভ্রমণ উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ২৯ দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
বাংলাদেশ হিন্দু পূণ্য তীর্থস্থান পরিভ্রমণের অপূর্ব সুযোগ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ২১ ডিসেম্বর রাত ৯টার দিকে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে কালী পূজার সভাপতি ব্যবসায়ী সুজিত ধরের সভাপতিত্বে ও পলাশ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ব্যবসায়ী উত্তম রায় পুলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক এমইউপি বাবুল কান্তি দে। এ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী পরিমল কান্তি দে, কৃষিবিদ সুব্রত দাস জিকু, ব্যবসায়ী সুমন কান্তি দে, দেবাশিষ ভট্টাচার্য্য, শ্যামল কান্তি দে, রুবেল, প্রিয়রঞ্জন, দিলিপ কান্তি দে, বিমল কান্তি দে, সুশেন কান্তি দে, শাখাল কান্তি দে ও কালী বাড়ী উন্নয়ন কমিটির কেয়ারটেকার সমীরণ কান্তি দে। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পূণ্য তীর্থস্থান পরিভ্রমণের পিএল কমিটির পরিচালক লিটন শর্মা, সহকারী পরিচালক আশিষ শর্মাসহ অর্ধশতাধিক ধর্মীয় কর্মীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন ইসলামাবাদ হিন্দু পাড়া সমাজ উন্নয়ন কমিটির অর্থ সম্পাদক ও ব্যবসায়ী হরিরঞ্জন দে। এসময় প্রধান ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পিএল কমিটির এধরণের মহতী কার্যক্রমকে অভিনন্দন জানান। পরে প্রধান অতিথির হাতে তীর্থস্থান পরিভ্রমনের ফরম তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে, তিনদিন ব্যাপী বাংলাদেশ হিন্দু পূণ্য তীর্থস্থান পরিভ্রমণের লক্ষ্যে ঈদগাঁও থেকে প্রায় ৮০ জন তীর্থযাত্রী শ্রী শ্রী কেন্দ্রীয় কালী বাড়ী থেকে ১৪ জানুয়ারী শুভ যাত্রা করবেন। তারা পাবনা, শাহজাদপুর, ফরিদপুর, ঢাকা, বারদী, নারায়নগঞ্জ ও নোয়াখালীসহ বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করবেন বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com