এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর চাঁন্দেরঘোনার কোনাপাড়া- অছিন্না মোরা যাতায়াতের খালের উপর ব্রীজ নির্মান দাবী স্থানীয়দের।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড চান্দেঁরঘোনার খালের মধ্য রয়েছে এক কাঠের সাঁকো। এটি দিয়ে দীর্ঘবছর ধরে যাতাযাত করে যাচ্ছে অছিন্না মোরা ও কোনাপাড়ার বিভিন্ন পেশার মানুষ। এই স্থানে একটি ব্রীজের অভাবে এলাকাবাসী দীর্ঘকাল ধরে কষ্ট পাচ্ছে। দেখার কেউ নেই। হতাশ হয়ে পড়েন চলাচলরত লোকজন।
ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুল আলম মাবু জানান, এই স্থানের নড়বড়ে সাঁকো দিয়ে দৈনিক অসংখ্য মানুষ চলাচল করে থাকে। একটি টেকসই ব্রীজ নির্মান করা হউক।
স্থানীয় মেম্বার মিজানুর রহমান মুহসিন জানান,অছিন্না মোরা ও কোনাপাড়া খালের উপর ব্রীজ নির্মানের লক্ষে বেশ কয়েকবার ইঞ্জিনিয়ার উক্ত স্থান পরিদর্শন করার পরেও কাজ না হওয়ায় হতাশ। ব্রীজ নির্মানের দাবী।