ঈদগাঁও প্রতিনিধি :
ঈদগাঁও থানার চান্দেঁরঘোনাস্থ সাতঘরিয়া পাড়া বালুর মহাল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় তিন জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২২জানুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের উক্ত স্থানে কক্সবাজার মুখী প্রাইভেট কার যাত্রীবাহী টমটমকে নিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এই সময় টমটম যাত্রী নুর নাহারের পায়ে ব্যাপক আঘাত প্রাপ্ত হয়েছে। তাকে দ্রুত সদর হাসপাতালে প্রেরন করা হয় বলে প্রত্যাক্ষদর্শী জামিল উদ্দিন জানান। অন্য দিকে টমটম চালকসহ এক শিশুও আহত হন। তাদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।
মেম্বার মিজানুর রহমান মুহসিন উপরোক্ত তথ্যা বলীর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
উল্লেখ্য,মহাসড়কের ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকায় গতকাল আরো ১জন সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছিল।