1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামগঞ্জে ইউপি নির্বাচনী আমেজে সরগরম

  • আপডেটের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৩৯ দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
ঈদগাঁওয়ের প্রত্যন্ত গ্রামগঞ্জে ছোট বড় সকল বয়সী লোকজনের মাঝে ইউপি নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে। পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত জেলা সদরের বহুল আলোচিত এলাকা বৃহত্তর ঈদগাঁওতে আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া বইছে। এ নিয়ে সম্ভাব্য অনেক প্রার্থী বৃহত্তর এলাকাকে নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। জানা যায়, আগামী বছরের মার্চের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরে কিন্তু কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন- ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী ও বহুল আলোচিত ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সম্প্রতি তাদের এলাকায় এখন থেকে নড়েচড়ে বসতে শুরু করেছে। লক্ষ্য শুধু একটাই ইউপি নির্বাচন আসার আগেই প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করা। এদিকে আগামী ইউপি নির্বাচনে নয়া কৌশল হিসাবে বেছে নিয়েছে চেয়ারম্যান প্রার্থীরা। বৃহত্তর এলাকার নানা স্থান ঘুরে বেশ ক’জনের সাথে কথা হলে এ চিত্র ফুটে উঠে। অন্যদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বৃহত্তর এলাকাজুড়ে যে যার যার অবস্থান থেকে ব্যাপক আকারে না পারলেও স্বল্প আকারে হলেও অসহায় মানুষদের পাশে অবস্থান করছে। আবার অনেকে নির্বাচনী কৌশল হিসাবে নিজেদের লোকজন নিয়ে তাদের বেশ ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বপেশার লোকজনদেরকে জানান দিয়েছে। এমনকি বৃহৎ এলাকার গ্রামাঞ্চলের নানা স্থানে দোকান পাটে চায়ের কাপেও নির্বাচন নিয়ে ঝড় উঠছে। এভাবে চলছে এলাকায় নির্বাচনী হাওয়া। আবার কোন প্রার্থীকে দল সাপোর্ট করছে এ নিয়েও চলছে বেশ আলোচনা। বিশাল এলাকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতে দেখা যায়। অন্যদিকে সম্ভাব্য প্রার্থীদের শুভাকাঙ্খী, দলীয় কর্মী কিংবা এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে অনেক প্রার্থী প্রকাশ্যে কিংবা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব থাকলেও সময়ে মুখ খুলতে পারেন এমন আভাস ও পাওয়া যাচ্ছে। লোকমুখে শোভা পাচ্ছে এমন বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে  ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম, নাগরিক কমিটির প্রার্থী শওকত আলম, আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জালালাবাদে সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাবেক যুবদল নেতা আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়নে জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান আজাদসহ আরো কয়েকজনের নাম শোভা পাচ্ছে, চৌফলদন্ডীতে ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মাষ্টার ফরিদুল আলমের পুত্র উত্তর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানের নাম সর্বদিকে চাউর হচ্ছে। পোকখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদসহ আরো ক’জনের নাম শোনা যাচ্ছে। ইসলামপুর ইউনিয়নে বেশ কয়েকজনের নাম লোকমুখে শোভা যাচ্ছে। সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলমের মতে, তৃণমূলে ইউপি নির্বাচনী প্রার্থী বাছাই করা না হলে তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে লড়ে যাবেন বলে ঘোষণা দেন। ঈদগাঁওর নাগরিক কমিটির প্রার্থী শওকত আলমের মতে, তিনি ইউনিয়নবাসীর সাথে আছেন,  এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান। দেখা যায়, বৃহত্তর এলাকায় নবীণ আর প্রবীণ একাধিক প্রার্থী মাঠে রয়েছে। শেষ পর্যন্ত কয়জন বা নির্বাচন করবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রামাঞ্চলের সাধারণ লোকজনের মাঝে। তৃণমূল পর্যায়ের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দাবী, দলীয় প্রার্থী বাছাইকালে তৃণমূলকে প্রাধান্য দেওয়ার আহবান জানান তারা।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com