প্রেস বিজ্ঞপ্তি :
১৬ ডিসেম্বর তথা মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে সম্পন্ন হয়। এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ। উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন – ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ পরিতোষ পাল, রমজান আলী, ইউনিয়নের আওতাধীন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছুরত আলম এমইউপি, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কেফায়েত উল্লাহ এমইউপি, ৭নং ওয়ার্ড সভাপতি মৌলভী মনজুর আলম, সাধারণ সম্পাদক নুরুল হাকিম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ পিযুষ পাল, ৯নং ওয়ার্ড সভাপতি মোসলেম উদ্দীন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমদসহ আরো অনেকে। প্রস্তুতি সভা শেষে মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৫ ডিসেম্বর রাত বারটা এক মিনিটে নবনির্মিত বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে সাথে প্রতিটি ওয়ার্ডে বিজয় দিবসের আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।