এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও উত্তর মাইজ পাড়ায় সাম্প্রতিক ঘটে যাওয়া সমাজ বিরোধী কর্মকান্ড চুরি ও মাদকের ক্রয়-বিক্রয় এবং সেবীদের উৎপাত ব্যাপক হারে বৃদ্ধির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজ সেবামূলক সংগঠন ইয়াং ভয়েজার্স ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত। ১২ সেপ্টেম্বর রাত আটটায় উত্তর মাইজপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজিবুল হক চৌধুরী রিকুর সভাপতিত্বে ও তারেক আজিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন শাহজালাল, শফিকুল ইসলাম, জিয়াউল করিম, সরওয়ার কামাল, রাশেদুল হক রিয়াদ, দিদারুল ইসলাম, ছৈয়দ করিম, জাফর আলম, এরশাদুল করিম, সুলতান মাহমুদ রনি ও অধ্যাপক দিদারুল ইসলাম। উপস্থিতদের সম্মতিক্রমে গ্রামে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক গোল টেবিল বৈঠক, চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবরে সৌজন্য সাক্ষাতসহ স্মারকলিপি প্রদান ও আগামী ১৮ সেপ্টেম্বর সংগঠনের উদ্যোগে একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, সম্প্রতি এলাকাবাসী কর্তৃক চুরি কর্মকান্ডের অপরাধে দুই চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। অন্যদিকে দীর্ঘদিন পর হলেও এলাকার তরুণ সমাজ তথা সমাজসেবা মূলক সংগঠন অন্যায়-অপরাধের বিরুদ্ধে জেগে উঠায় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের এ মহতী যাত্রাকে অভিবাদন জানানো হয়।