1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ঈদগাঁও-চৌফলদন্ডী-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৩৯ দেখা হয়েছে

আতিকুর রহমান মানিক, কক্সবাজার :
ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুস্কুল-কক্সবাজার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। (২৯ আগষ্ট) শনিবার বেলা ১ টায় পূর্ণ জোয়ারের সময় খুরুস্কুল কাঁঠির পাড়া বেড়িবাঁধ বিধস্ত হয়ে সামুদ্রিক জোয়ারের পানি ইসিসি সড়কে আঘাত হানলে চৌফলদন্ডী ব্রীজের ১০০ গজ দক্ষিণে প্রায় ২০ ফুট সড়ক ভেঙ্গে যায়। এরপর ঈদগাঁও বাজার ও চৌফলদন্ডীর সাথে খুরুস্কুল এবং কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। বেলা ৫টার সময় ভাংগন কবলিত স্থানে সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত সড়কে যাতায়াতকারী যাত্রীরা কোমর সমান পানি মাড়িয়ে ভাংগন এলাকা পার হচ্ছে। বিশেষ করে মহিলা ও শিশুরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। সদরের বৃহত্তর ঈদগাঁও’র ৭ ইউনিয়নের ৩ লক্ষাধিক  জনগণ দৈনন্দিন প্রয়োজনে স্বল্প খরচ ও কম সময়ে জেলা শহরে যাতায়তের জন্য উক্ত সড়ক ব্যবহার করেন। কিন্তু এখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গণভোগান্তি বেড়েছে। উক্ত সড়কে চলাচলকারী যাত্রীবাহী ইসিসি পরিবহণ মালিক সমিতির সভাপতি জাফর আলম জানান, ভাংগনের প্রাথমিক পর্যায়ের বালিভর্তি বস্তা ফেলে বিধস্ত রাস্তা মেরামতের উদ্যোগ নেয়া হলেও মাত্র ২০০ গজ দূরের বঙ্গোপসাগরে পূর্ণিমাতিথির প্রবল জোয়ারের ফলে ভাংগন স্থানে পানি বৃদ্ধি পাওয়ায় সে উদ্যোগ ভেস্তে গিয়ে ভাংগন বড় হয়ে যায়। কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী ফোন রিসিভ না করায় উপরোক্ত ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com