উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বন বিট কর্মীরা বৃহস্পতিবার দুপুরে বালুখালীর ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ বসত বাড়ী ভেঙ্গে দিয়েছে। জানা গেছে, সরকারী বন ভুমিতে স্থানীয় ভুমি দস্যুরা অবৈধ ভাবে বন ভুমি দখল করে বাড়ী ঘর নির্মান করে আসছিল। বন বিভাগ খবর পেয়ে উক্ত দুটি অবৈধ বসত বাড়ী ভেঙ্গে দিয়েছে বলে জানিয়েছেন থাইংখালী বন বিট কর্মকর্তা আব্দুল মন্নান জানিয়েছেন।
এদিকে কোটবাজার মরিচ্যা ও সোনার পাড়া এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বিভিন্ন দোকানদারদের নিকট অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করায় ১১ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।