আমিনুল কবির, কক্সবাজার আলো :
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আটক রোহিঙ্গা মাদককারবারী নাম জাফরউল্লাহ (২৩) উখিয়া লম্বাশিয়া ১ নং রোহিঙ্গা ক্যাম্প এ/১২ ব্লকের সৈয়দ হোসেন এর ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক কারবারী উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ডাম্পিং স্টেশনের দক্ষিন পাশ্বের সড়কে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।