ওমর ফারুক ইমরান, উখিয়া:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৯৩৫ পিচ ইয়াবা সহ একজনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বুড়ি ঘর এলাকায় গতকাল সোমবার দুপুর ২ টার দিকে থানার উপ Ñ পরিদর্শক মোহাম্মদ উল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী ছারপোঁকা গাড়ী তল্লাশি চালিয়ে ৯৩৫ পিচ ইয়াবা সহ যুবককে আটক করা হয়। আটককৃত যুবক টেকনাফ উপজেলার হোইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র মো আমিন ১৮ বলে জানা গেছে। উক্ত ইয়াবার আনুমানিক মুল্য ২ লক্ষ ৮০ হাজার ৫ শত টাকা বলে জানান পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম খান বলেন, আটককৃত ইয়াবাসহ যুবকের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হবে।