প্রেসবিজ্ঞপ্তি :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গত ১৯ ডিসেম্বর উখিয়া প্রেসক্লাবের নির্বাচনে সংবাদকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাংবাদিক রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক পদে আভাষ শর্মা বিশু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহসান সুমন, অর্থ সম্পাদক পদে কমরুদ্দিন মুকুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে ফারুক আহমদ, হানিফ আজাদ, হুমায়ুন কবির জুশান ও মিজান-উর-রশিদ মিজান নির্বাচিত হওয়ায় অনলাইন সংবাদ মাধ্যম টেকনাফ টুডে পরিবারের উপদেষ্টা সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরী, গোলাম আজম খাঁন, সম্পাদক ও প্রকাশক নুরুল করিম রাসেল এবং নির্বাহী সম্পাদক হুমায়ূন রশিদ নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নেতৃত্ব নির্বাচন করার জন্য উখিয়ার সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংবাদকর্মীদের এই সৌর্হাদ্যপূর্ণ পরিবেশ জেলাব্যাপী অনুকরণীয় হয়ে থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করছি।