উখিয়া প্রতিনিধি :
উখিয়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালুখালী বিজিবির সদস্যরা প্রায় ৩৫ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ভোর রাতে বিজিবির সদস্যরা ধামনখালী এলাকায় অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে। বালুখালী বিজিবির সুবেদার মোজাম্মেল হক জানান, এসব মাদক দ্রব্য মিয়ানমার থেকে চোরাই পথে নিয়ে আসা হচ্ছিল স্থানীয়ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে। বিজিবির উপস্থিতি লক্ষ্য করে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।