1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

উচ্চতা নিয়ে বিড়ম্বনায় মুমিনুল!

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৬৬ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
উচ্চতায় একটু কম বলে কি নিজের যোগ্যতা প্রমান হবে না! না, মমিনুল হক নিজের যোগ্যতাতেই চিনিয়েছেন নিজেকে। বাংলাদেশ ক্রিকেটে বেশ ভালো ভাবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেস্টে টানা হাফ সেঞ্চুরির রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন। টেস্টে চারটি সেঞ্চুরির সাথে আছে নয়টি হাফ সেঞ্চুরি, যার গড় দাঁড়ায় ৫৬। ভালো খেলার পাশাপাশি প্রায়ই উঠে আসে তার উচ্চতার কথা। কিভাবে এত কম উচ্চতা নিয়ে এত ভালো খেলেন, কিভাবে লম্বা বোলারদের মুখোমুখি হন বা কোন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় কিনা এসব প্রশ্নের উত্তর দিতে হয় তাকে মাঝে মাঝেই। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এসব নিয়ে কথা বললেন মমিনুল হক। উচ্চতার কারণে খেলতে সমস্যা হয় কিনা কখনো এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মনে হয় উচ্চতার কারণে শক্তিটা একটু কম পাই। উচ্চতা বেশি হলে আরেকটু সুবিধা পেতাম। আবার এটাও চিন্তা করি, এ রকম উচ্চতা না হলে হয়তো এমন ব্যাটিং না-ও করতে পারতাম। জাতীয় দলে নাও খেলতে পারতাম। তারপরও কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। শক্তি আরেকটু বাড়ানো দরকার।’ লম্বা বোলারদের খেলতে অসুবিধা হলে অনুশীলনে কোন বিশেষ কৌশল অবলম্বন করেন কিনা? মমিনুল বলেন, ‘লম্বা বোলারদের খেলতে সমস্যা হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুর দিকে মরনে মরকেলকে খেলতে সমস্যা হয়েছে। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে অসুবিধা হয়েছিল। কয়েকজন বোলার খুব লম্বা ছিল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তো অনেক লম্বা লম্বা। সেখানে যাওয়ার আগে অনুশীলনে একজনকে চেয়ার বা উঁচু বক্সের ওপর দাঁড় করিয়ে থ্রো করাতাম, যেন নক করার সময় মনে হয় লম্বা বোলারের বল খেলছি।’ বাইরের দেশের ক্রিকেটাররা তার উচ্চতা নিয়ে মাঝে মাঝে হাসেন কিন্তু নিজের যোগ্যতাতেই দলের জন্য খেলে যাবেন বলেও জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com