কক্সবাজার আলো :
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে কক্সবাজারের ৩ পরিদর্শক বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন-কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক কাজী মোঃ মতিউল ইসলাম, কক্সবাজার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মুক্তিযোদ্ধা আবদুর রব পিপিএম বার ও পুলিশ লাইন্স ট্রেনিং স্কুলের পরিদর্শক এএসএম আজাদ। এদের মধ্যে কাজী মতিউল ইসলাম ১৯৯০ সালে সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে ২০০৩ সালে পরিদর্শক (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন কালে জাতিসংঘ শান্তি পদক ও আইজি পদক লাভ করেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা আবদুর রব পিপিএমবার ১৯৮১ সালে সার্জেন্ট পদে ট্রাফিক বিভাগে যোগদান করার পর ২০০০ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৩ সালের ২৭ মার্চ থেকে কক্সবাজার ট্রাফিক বিভাগে টিআই হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বপালন কালে ২ বার রাষ্ট্রপতি পদক লাভ করেন। এছাড়া এএসএম আজাদ ১৯৮৭ সালে সাব ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে ২০০০ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।