1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

একটি দিনেই ১০০ কোটি ব্যবহারকারী ফেসবুকে

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ২০ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
সোশ্যাল মিডিয়ায় সংযোগের ক্ষেত্রে নয়া নজির ফেসবুকের। শুধুমাত্র একদিনে সারা বিশ্বের ১০০ কোটি মানুষ ব্যবহার করলেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যা এর আগে কখনও হয়নি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এ কথা জানিয়েছেন।
নিজের পোস্টে গতকাল জুকারবার্গ বলেছেন, এক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হলাম। এই প্রথম একটি দিনে ১০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করলেন।
জুকারবার্গ আরও জানিয়েছেন, গত সোমবার বিশ্বের প্রতি ৭ জনের মধ্যে একজনই নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে ফেসবুক ব্যবহার করেছেন।
২০০৪-এ ফেসবুকের যাত্রা শুরু হয়।ক্রমে ক্রমে তা বিশ্বের দ্বিতীয় ব্যস্ত ওয়েবসাইটে পরিণত হয়েছে।
ফেসবুক জানিয়েছে, চলতি বছরে প্রতিমাসে তাদের সক্রিয় গ্রাহকের সংখ্যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বাড়ছে। বর্তমানে গ্রাহকের সংখ্যা ১৪৯ কোটি। মোবাইলে সাইট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১৩১ কোটি। ফেসবুক বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা এমন একটি প্রযুক্তি আনছে যাতে বিনা অনুমতিতে ফেসবুকে কোনও ভিডিও পোস্ট করা যাবে না।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com