কক্সবাজার আলো ডেস্ক :
বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে মাছ চুরির অভিযোগে রবিউল আউয়াল নামে ১০ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে আমখোলা গ্রামের খালপাড়ে রবিউল আউয়ালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রবিউলের বাবা দুলাল মৃধা জানান, বাড়ির পাশের লুতরার খালে জাল পেতে মাছ ধরত প্রতিবেশী মিরাজ। দুদিন আগে তার জালের মাছ চুরি হওয়ায় রবিউলকে সন্দেহ করে সে। এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে সোহাগ নামে অপর এক কিশোর আমখোলা গ্রামের খালপাড়ে রবিউল আউয়ালের লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়।
এ সময় তার উপস্থিতিতে লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজন মিরাজ পলাতক ছিল। তবে মঙ্গলবার তালতলী বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।