1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :
শিরোনাম :

কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৫ দেখা হয়েছে

কক্সবাজার আলো :
পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত কক্সবাজার পৌরসভা’র ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। সূত্রে জানা যায়, একই দিন সকাল সাড়ে ৮টায় বদর মোকাম জামে মসজিদে ও দক্ষিণ বাহারছড়াস্থ বায়তুস সালাত জামে মসজিদসহ কক্সবাজারের বিভিন্ন মসজিদে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদুল আযহার  নামাজ অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সুষ্ঠ ভাবে ঈদের জামাত সম্পন্ন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের ন্যায় এবারো উৎসবমুখর পরিবেশে সুন্দর ও সুচারুভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com