নিজস্ব প্রতিবেদক : : কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে অপহৃত শিশু রাকিবকে (৭) ৫ দিন পর বান্দারবান জেলার লামা থেকে উদ্ধার করেছে র্যাব-৭ এর একটি টিম । এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬ জন অপহরণকারীকে পৃথকভাবে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার কামাল মাঝির ছেলে বলে জানা যায়। আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবদুল মজিদের ছেলে আবুল কাশেম বাবুল (৩৫), ফজল করিমের ছেলে পুতিয়া (২০), হোসেন মাঝির ছেলে এহসান (১৮), হোসেন মাঝির স্ত্রী রেহেনা (৪০),আবুল কাশের বাবুলের স্ত্রী সাজেদা আকতার (২২), মৃত নজির আহমদের ছেলে হোসেন মাঝি (৫০) । ২ জুলাই বৃহস্পতিবার বিকালে শিশুটি পাহাড়তলি থেকে অপহরণ করা হয়। এরপর ০১৭৭৯৫৮৯৯২০ নাম্বার থেকে ফোন করে তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি চারদিন আগে অপহরণ হয়। পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে অভিযান চালানো হয়।