1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কক্সবাজারে এরশাদ, জেলা জাপার সম্মেলন রোববার

  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৭৫ দেখা হয়েছে
এইচ এম এরশাদ – ফাইল ছবি

কক্সবাজার আলো ডেস্ক :
চার দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছলে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা তাঁকে বিমান বন্দরে তাৎক্ষনিক সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মোঃ ইলিয়াছ এমপি, সদস্য সচিব এডভোকেট মোঃ তারেক, সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর, মফিজুর রহমান, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। পরে তিনি গাড়ি বহরসহ নিয়ে যাওয়া হয় উখিয়ার ইনানী হোটেল সী-পার্লে। সেখানে রাত্রি যাপনের পর ১৯ ডিসেম্বর শনিবার দুপুরে ইউনিয়ন ব্যাংকের এজিএম এবং ২০ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা জাপার সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। পরদিন ২১ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com