আরফাতুল মজিদ, কক্সবাজার :
কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে নুরুল আবছার (২৪) নামে এক মুদির দোকানদার নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুরুশকুল গুচ্ছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ি একই ইউনিয়নের কাউয়ার পাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
নিহতের চাচাত ভাই মোহাম্মদ কায়সার জানান, নুরুল আবছার রাতে গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। হয়ত রাতেই ডাকাত দল তার দোকানে হানা দেয়। এসময় তিনি প্রতিরোধ করতে চাইলে তাকে গুলি করে। গুলির আওয়াজ শোনে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সালাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আবছারের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত নুরুল আবছার একজন ব্যবসায়ি । তাকে কি কারণে বা কারা তাকে খুন করেছে এখনো জানা সম্ভব হয়নি। তবে পুলিশ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।