প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের অগ্রযাত্রার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে্ র্যালি ও আলোচনা সভা বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল পালংকির হল রুমে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা সরওয়ার আলম, সংগঠনের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোছাইন, যুগ্ম সম্পাদক ওবাইদুল হক আবু (চৌধুরী), সহ-সাধারণ সম্পাদক এম.শাহ আলম, যুগ্ন সহ-সাধারণ সম্পাদক দিদারুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক এম রমজান আলী, দপ্তর সম্পাদক আবু হেনা সাগর, নির্বাহী সদস্য আমিনুল কবির, মোঃ ফারুক, সদস্য সরওয়ার কামাল, আব্দুল গফুর, মহিউদ্দিন মাহি, জহিরুল ইসলাম আজাদ, মারজান আহমদ চৌধুরী ও রকিয়তুল্লাহ ছোটন প্রমুখ। সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ শে সেপ্টেম্বর অগ্রযাত্রার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।