নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে ফরিদপুর মধুখালী থানার মানবপাচার মামলার দুই আসামী আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-কক্সবাজার সদরের লিংকরোড় মুহুরীপাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে মাহমুদুল হক ও একই এলাকার মৃত মোজাহেরের ছেলে জাফর উল্লাহ। ১৪ ডিসেম্বর দুপুর পৌনে ২ টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তারেক জানান, মধুপুর থানার উপ-পরিদর্শক সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ সদর থানার সহযোগীতায় সোমবার দুপুরে এই দুই মানবপাচারকারীকে আটক করে। আটকের পর তাদেরকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক সাইফুল জানান, সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে ফেরত আনা ভিকটিমদের দেয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন থানায় মানবপাচার দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। এরমধ্যে মাহমুদুল হক ও জাফর উল্লাহ মধুপুর থানায় দায়ের হওয়া ১নং মামলার আসামী। চলতি মাসের ২ তারিখ এই মামলাটি দায়ের করা হয়। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।