সম্পাদক পরিষদের ইফতার মাহফিল ও সাংগঠনিক সভায়
সংবাদ বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে কক্সবাজার প্রেস ক্লাবের তেমন কোন কার্র্যক্রম নেই। কার্যকরী কমিটি অচল হয়ে আছে। যার কারণে জেলায় সাংবাদিকতের সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। একইসাথে প্রশাসনসহ সর্বমহলে জেলার সাংবাদিকদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সে কারণে অকার্যকর কক্সবাজার পেসক্লাবকে অনতিবিলম্বে নতুন কমিটি গঠনের কার্যকর করার আহবান জানিয়েছেন জেলার পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ,কক্সবাজার। গতকাল সম্পাদক পরিষদের কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিলে এ আহবান জানান সম্পাদকরা। সম্পাদক পরিষদ কক্সবাজার এর আহবায়ক ও দৈনিক রূপসীগ্রাম পত্রিকার সম্পাদক খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশের সঞ্চালনায় শহরের এক অভিজাত রেস্তোরায় কার্যনির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সকল সম্পাদকের উপস্থিতিতে পরিষদের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং আগস্ট মাসে সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন এর পিতা মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরিষদের সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক সমুদ্রবার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ ক্যা থিং অং, দৈনিক বাঁকখালীর প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক শামশুল হক সারেক, দৈনিক ইনানীর প্রকাশক ও সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক অ্যাডভোকেট মোঃ আয়ুবুল ইসলাম, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ, দৈনিক আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম, সাপ্তাহিক সাগরকন্ঠের সম্পাদক এড ফরিদুল আলম, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক সকালের কক্সবাজার এর সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক কক্সবাজার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল আলম শাহিন, দৈনিক কক্সবাজার ৭১এর সম্পাদক বেলাল উদ্দিন বেলাল। সম্পাদক পরিষদ কক্সবাজার এর ইফতার মাহফিলে যোগ দেন কক্সবাজার সিভিল সোসাইটি ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা। অনুষ্টানটির ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন দৈনিক সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার আরোজ ফারুক।