1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কক্সবাজার শহরে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে শিশুকে অমানষিক নির্যাতন !

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৪৮ দেখা হয়েছে

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :
এটা সিলেটের আলোচিত শিশু রাজন কিংবা সাতক্ষিরায় দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার ছবি নয়। এটি হচ্ছে কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোডস্থ একটি ফুলের দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটিতে হাত-পা বেঁধে অজ্ঞাতনামা শিশুকে অমানবিক নির্যাতনের দৃশ্য।
চুরির অভিযোগ তুলেই বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে প্রকাশ্যে হাত-পা বেঁধে এভাবেই পেঠানো হয় শিশুকে। শুধু তা-ই নয় অমানষিক নির্যাতনের পাশাপাশি বিকৃতরুচির কিছু নির্যাতনকারী মানুষ এই নির্যাতনের ভিডিও এবং ছবিও তুলেন। এসময় কেউ এগিয়ে আসেনি তাকে রক্ষায়। শিশুটিকে দেড় ঘন্টা পরে কোথায় নিয়ে যায় নির্যাতনকারীরা।
অভিযোগের ব্যাপারে জানার জন্য গেলে ওই মসজিদ রোডের কয়েকজন দোকানদার ভয়ে কিছুই জানাতে চাননি। আমরা চাই এই শিশুকে নির্যাতকারীদের চিহ্নিত করা হোক। শিশু আসল পরিচয় এবং সে কোথায় কোন অবস্থায় আছে তা প্রশাসন বের করুক। এমনটাই দাবী করেছেন সচেতন জনগণ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com