এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের স্্েরাতে ভেসে গিয়ে নিখোঁজ মিজানুর রহমান (১০) এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে রবি’র লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উত্তর পাশে গোলস করতে নেমে ৪শিশু ভেসে যায়। এসময় তিন জনকে বিপন্ন অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে মিজানুর রহমান (১০) নামের এক শিশু।
মিজানুর রহমান কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
কক্সবাজার সৈকতের রবি লাইফ গার্ড ইনচার্জ মোহাং সৈয়দ নুর জানান, ভেসে যাওয়া শিশুকে উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত রাখে লাইফগার্ড কর্মীরা। রাত ৯টায় লাশটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।