বার্তা পরিবেশক :
১৪ ডিসেম্বর সোমবার শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনি ও তাদের এদেশীয় দোসরেরা বাছাই করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলীসহ এদেশের নেতৃস্থানীয় বুদ্ধিজীবীদের রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিলো। পাকিস্তানি বাহিনি ও তাদের এদেশীয় দোসরেরা তাদের পরাজয় নিশ্চিত জেনেই বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো।
কক্সবাজার সাহিত্য একাডেমী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আজ ১৪ ডিসেম্বর (সোমবার) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করবে। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর সকাল ৮টায় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো হবে এবং পরে সকাল ৯টায় কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীসমূহে সাহিত্য একাডেমীর সংশি¬ষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।