শনিবার কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য ও অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ বছরের জন্য শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ।
ইতোপূর্বে প্রত্যক্ষ ভোটে সিটি কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মং ম্রা ছিন , ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক দিদারুল ইসলাম।
নির্বাচনে কলেজের শতাধিক শিক্ষক ভোটাভুটিতে অংশ গ্রহণ করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন ও সদস্য এডভোকেট ফরিদুল আলম। নির্বাচন শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।