1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

করোনা সচেতনতায় জেলা আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ শুরু

  • আপডেটের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৫ দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বাড়াতে জেলা আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন জায়গায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে এসব প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে সুস্থ রাখতে সকলেই বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং সরকারের ১৮টি নির্দেশনা মেনে চলার উপর গুরুত্বারূপ করেন মেয়র মুজিব। পাশাপাশি কক্সবাজার পৌর আওয়ামী লীগের কন্ট্রাকট্রেসিং কার্যক্রমের প্রশংসা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রচারপত্র বিতরণকালে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া, ডাঃ শাহজাহান নাজির, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল করসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের কন্ট্রাকট্রেসিং অফিস উদ্বোধন করেন মেয়র মুজিবুর রহমান। উদ্বোধনকালে করোনা প্রতিরোধে কন্ট্রাকট্রেসিং এর প্রধান সমন্বয়ক পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com