আবু তাহের মিয়াজী, কাতার থেকে :
কাতারের আল-খোর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ফজরের নামাজ শেষেই মুসল্লিদের শুরু হয় ঈদগাহে যাত্রা। ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৫ টার দিকে ঈদ উল আযহা নামাজে শরিক হতে দূর-দূরান্ত থেকে মানুষের ক্রমাগত ভিড় বাড়ে ঈদগাহে।
স্বদেশের মতো প্রবাসেও শত কর্ম ব্যস্ততার মাঝে ঈদুল আযহার নামাজ পড়তে ছুটে আসেন হাজার হাজার প্রবাসী। প্রতি বছরের ন্যায় এবারো দোহা সিটি সহ কাতারের সকল ঈদগাহে,প্রতিটি বড় বড় মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
যথাক্রমে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জামাতে মুসল্লিদের উপচেপড়া ভীড় দেখা যায়। নামাজ শেষে মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সাথে আলিঙ্গন করার সময় বাবা-মা, আত্মীয় পরিজনের কথা মনে করে অনেককেই ভারাক্রান্ত হ্নদয় নিয়ে বুকে পাথর চাপা দিয়ে বাসায় ফিরেতে দাখাগেছে।
উল্লেখ্য, সবক’টি স্থানে নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা ছিলো। এদিকে মসজিদ ছাড়াও কাতারের বিভিন্ন ঈদগাহে মুহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা করে থাকে।