1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কুতুব শরীফ দরবারের প্রস্তুতি সভা সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৯৬ দেখা হয়েছে

বার্তা পরিবেশক :
উপমহাদেশের আধ্যাত্বিক সাধক গাউসে মোখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ)’র ১৬তম বার্ষিক ওরশ ও ফাতিহা শরীফ উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা শুক্রবার কুতুবদিয়াস্থ কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হয়। সভায় ওরশ ও ফাতিহা শরীফে প্রতিটি থানা ও জেলা কমিটির ধ্যার্যকৃত সকল মালামাল যথা সময়ে মহাসচিব বরাবের প্রেরনের আহবান জানান। পেকুয়া-দরবার ঘাটে জরুরী ভিত্তিতে বাতি স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান আল-মাদানীর সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী, যুগ্ন পরিচালক শাহজাদা অহিদুল আলম আল-কুতুবী, শাহজাদা আতিকুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা মাওলানা জিল্লুল করিম আল কুতুবী, সাবেক প্রিন্সিপাল সোলায়মান চৌধুরী, এডভোকেট মাহফুজুর রহমান, একেএম জাফর উল্লাহ, কামাল উদ্দিন চেয়ারম্যান, মফজল আহমদ, হামিদুল হক ফয়সাল, মাওলানা ইদ্রিস কুতুবী, মাওলানা নুর মুহাম্মদ, দরবারের প্রেস সচিব এইচ এম এহসান, সাংবাদিক রাসেল খান ও ছাত্রনেতা মনিরুল ইসলাম সহ দরবারের বিভিন্ন থানা, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com