1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

খুটাখালী ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ট নির্বাচিত

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ১৬১ দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :
২০১৪-২০১৫ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ ‘জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ’ হিসাবে নির্বাচিত হয়েছে।
১১ই জুলাই শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কতৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উত্তর আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব ডা. দীপক তালুকদারের সভাপত্তিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবীবুর রহমান সিভিল সার্জন ডা.কমর উদ্দিনও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাফর আলম (বি.এ অনার্স এম.এ)।
অনুষ্ঠানে অতিথিরা পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের হাতে শ্রেষ্টত্বের সনদ তুলে দেন। এ সময় ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com