কক্সবাজার: বর্তমান বিশ্বের বিরল আধ্যাত্মিক দরবার হচ্ছে, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। গতকাল (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কক্সবাজার সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় ও ১০১ নং খুটাখালী শাখার উদ্যোগে আয়োজিত মরহুম ডাক্তার মুহাম্মদ নজরুল ইসলাম বাড়ির মাট প্রাঙ্গণে এশায়াত মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মাহফিলে বক্তারা বলেন,ফজরের নামাজ শেষে পবিত্র খতম শরীফ পড়ে শুরু হয় দিনের যাবতীয় কার্যক্রম। দিন শেষে তথা মাগরিবের নামাজ পড়ে পবিত্র ফাতেহা শরীফ আদায়। ঘুমানোর আগে তথা এশার নামাজ পড়ে পবিত্র দরুদ শরীফ পাঠ করে সকল কার্যক্রম শেষ করে ঘুমাতে যাওয়া। গভীর রাতে ঘুম থেকে ওঠে তাহাজ্জুদ ও জিকিরে জলি আদায় করা। প্রত্যেক ওয়াক্ত নামাজের সাথে কমপক্ষে ২ রাকাত তওবার নামাজ আদায় করে অশ্রুসিক্ত নয়নে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল ছাহেবের কাছ থেকে বিরল কোরআনি ফয়েজ ও তায়াজ্জু গ্রহণ করা। এসময় খুটাখালী এলাকা সহ সারা বিশ্বের মুসলমানদেরকে শতভাগ শরিয়ত সম্মত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ এর আধ্যাত্মিক তরিক্বতের মহান নেয়ামত গ্রহণের মাধ্যমে নিজের আমলকে ভারী করে মহান আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহবান জানান বক্তারা। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু হুরায়রা ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাস্টার মুহাম্মদ সুলতানুল আরেফিন, মাস্টার মুহাম্মদ ওসমান আলী, মাষ্টার মুহাম্মদ আবদুল কাদের, অধ্যাপক নোহেল সিকদার, মাওলানা শামসুল হুদা, মাওলানা আবদুল হক, মাওলানা আনিসুর রহমান সহ আরো অনেকে। সবশেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।