1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে উখিয়া জামায়াতের বিক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৬ দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
সরকারের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং আটককৃত সকল নেতাকর্মীর মুুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের নেতৃত্বে কোটবাজার ষ্টেশনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা বলেছেন, সরকার জামায়াতের নেতৃত্বশূণ্য করতে ঘরোয়া বৈঠক থেকে জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানসহ ১৩ জনকে আটক করে বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে। নির্যাতন ও নিপীড়ন চালিয়ে জামায়াতের চলমান সরকার বিরোধী আন্দোলন দমন করা যাবে না। বক্তারা অবিলম্বে সরকারকে হঠকারি আচরণের পরিবর্তে  গণতান্ত্রিক আচরণ করার আহবান জানান। মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক, হলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রহমত উল্লাহ, শ্রমিকনেতা শাহআলম, নুুরুল হক আরমান, উখিয়া দক্ষিণ শিবির সভাপতি কামাল উদ্দিন, উত্তর সভাপতি মুহাম্মদ ইয়াকুব প্রমূখ।

শোকবার্তা :
বাংলাবাজার নয়াপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক আবদুল হক কোম্পানি ও বাংলাবাজার মৌলভীপাড়া নিবাসী মুবারক উল্লাহ কোম্পানির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ওয়ালি উল্লাহ, সদর উপজেলা আমীর মাওলানা শফিউল হক জিহাদী। নেতৃবৃন্দ মুরহুমাদ্বয়ের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com