আমিনুল কবির, কক্সবাজার আলো :
কক্সবাজারের চকরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
শুক্রবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে চকরিয়া নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পূর্ব পাশ্বের এস আলম কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা দক্ষিণ আলীখালী এলাকার মৃত মোহাম্মদ সৈয়দ এর ছেলে মোঃ আইয়ুব (১৯), মোচনীপাড়া এলাকার মৃত আব্দুল আমিন এর ছেলে নুরুল আমিন (১৯) ও মোচনী রোহিঙ্গা ক্যাম্পের তাহের এর স্ত্রী খাদিজা বেগম (৩০)।
শুক্রবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক মেইল বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ কেজি ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।