নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : গরু চুরির সন্দেহে ছৈয়দ আলম নামের এক যুবককে বাড়ী থেকে ডেকে নিয়ে বিবস্ত্র করে হাত-পা গাছের সাথে বেধে ব্যাপক পিঠিয়েছে সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামী পুতু সওঃ। এই নির্মম ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন রাতে।
জানা যায়, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজার পাড়ার বাসিন্দা ছৈয়দ আলম দীর্ঘ দিন ধরে দিন মজুরি কাজ করে সংসার চালিয়ে আসছে। এ অবস্থায় এই গ্রামের পুতু সওদাগর বহু মামলা আসামী হওয়ায় পুলিশের গ্রেফতার এড়াতে ছৈয়দ আলমের বাড়ীতে রাত যাপনের জন্য প্রায় সময় তাকে বিরক্ত করতে থাকে। এতে বার বার বাধা দেয়ায় ছৈয়দ আলমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসী পুতু সওঃ। সর্বশেষ গত ২৪ জুন রাতে একই এলাকার পিরোজ মিয়ার একটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনাকে পুঁজি করে সন্ত্রাসী পুতু গরুর মালিক ফিরোজ মিয়ার মাধ্যমে কৌশলে ছৈয়দ আলমকে ২৫ জুন বাড়ী থেকে ডেকে নিয়ে গরুর মালিক ফিরোজ মিয়ার বাড়ীতে নিয়ে বিবস্ত্র করে গাছের সাথে হাত পা বেধে ব্যাপক মারধর করতে থাকে। মৃত্যু ভেবে তাকে পার্শবর্তী পাহাড়ে ফেলে দেয়। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক। তার পরিবার এব্যাপারে আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেছেন।