আমিনুল কবির, কক্সবাজার আলো :
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ ডায়াগনিষ্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ ডায়াগনিষ্টিক সেন্টারকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৫।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পযর্ন্ত র্যাবের আইন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একুশে ডায়াগনস্টিককে ৭৫ হাজার টাকা, সেভরণ ক্লিনিককে ২৫ হাজার টাকা, চকরিয়া ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা ও চকরিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।