1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৩৩ দেখা হয়েছে

বার্তা পরিবেশক :
সারাদেশের ন্যায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৫ই আগষ্ট পালিত হয়েছে। ১৫আগষ্ট সকালা ৯টার সময় উপজেলার নিবার্হী অফিসার শাহেদুল ইসলাম এর নেতৃত্বে এক শোক র‌্যালী অনুষ্টিত হয়। র‌্যালীতে সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন, মো: ফরিদ উদ্দীন, বাদল কান্তি নাথ, মোহাম্মদ আবু শোয়াইব, শহিদুল হক হাসান, নাজিম উদ্দীন, মুহাম্মদ রেজাউল করিম, রেজাউল করিম চৌধুরী, সেতারা বেগম, শাহনেওয়াজ বেগম, জাফর আলম উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির ছাত্রী জয়তুন্নেছা কেয়া দ্বিতীয় স্থান অর্জন করে।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com