কক্সবাজার আলো ডেস্ক : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ১৫ পিস ইয়াবা, ৩৭ লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলার ১৫১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতভর জেলা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে বলে বাংলামেইলকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।
তিনি জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ১৪৩ জন ও নিয়মিত মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চন্দনাইশ উপজেলা থেকে ১ হাজার ১৫ পিস ইয়াবা, ৩৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।