1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

চাঁদ দেখা গেছে, সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর শুক্রবার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৮১ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সুতরাং আগামীকাল শুক্রবার এ অঞ্চলে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার খবর দিয়েছে। রিয়াদের ধিরায় জাতীয় মসজিদে সর্বপ্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ। ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার ফেস্টুন ও নিয়ন আলোয় ছেয়ে গেছে। ঈদ এবং পরবর্তী যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ পালিত হয়। যেমনটি একদিন পরে এদেশে রমজান শুরু হয়েছে। সে হিসাবে বাংলাদেশে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখার বিষয়ে সভা আহ্বান করেছে। ওই সভা থেকে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: আল-আরাবিয়া

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com