এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে মাজার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। ক্ষুদ্ধ জনতা রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের নির্মিত মাজারের স্থাপনা ভেঙ্গে দিয়েছে। ৬ জুলাই সোমবার বিকালে চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে কালু ফকির পাড়ার বহিরাগত কিছু কুচক্রী মহল রাতের আঁধারে কবরস্থানের পুরাতন কবরের উপর পাকা নির্মাণ কাজ ও টিনের ছাউনি দিয়ে তাতে মাজার স্থাপনের পায়তারা করে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা কুসংস্কারাচ্ছন্ন এ মাজার প্রথা ও বিদাআত থেকে এলাকার মুসলমানদের রক্ষা করতে উক্ত স্থাপনা গুড়িয়ে দেয়। হাজারো জনতা এ বিক্ষোভে অংশগ্রহণ করে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম ও সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে। পরবর্তীতে এ ঘটনার সুষ্ঠু মিমাংসার আশ্বাসে ক্ষুদ্ধ তৌহিদী জনতা ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসীর অভিযোগ, মাজারের নাম ভাঙ্গিয়ে বহিরাগত ধর্ম ব্যবসায়ী একটি চক্র স্থানীয় কিছু দুষ্কৃতিকারীকে মোটা অংকের টাকা দিয়ে এ মাজারটি স্থাপনের চেষ্টা করে। অথচ ঐতিহ্যবাহী কালু ফকির পাড়া মসজিদে এবং তৎসংলগ্ন স্থানে কোন প্রকার মাজারের লেশমাত্রও ছিল না। অহেতুক মাজার তৈরি করে ইসলামকে বিকৃত করে ধর্মপ্রাণ এলাকাবাসীকে বিভ্রান্ত করার মিশনে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।