1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

জন্মদিনে সালমানকে বউ উপহার দেবেন দীপিকা!

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১০১ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
বলিউড তারকা সালমান খানের জন্মদিন আগামী ২৭ ডিসেম্বর। ওই দিনই নাকি সালমানকে নতুন বউ উপহার দেবেন দীপিকা।
রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানতুরের সঙ্গে সালমানের সম্পর্কের কথা জানেন বলিউডের অনেকেই। সম্প্রতি লুলিয়ার সঙ্গে এক গাড়িতেও দেখা গেছে দাবাং নায়ককে। তবে কবে বিয়ে করবেন সে ব্যাপারে একখো মুখ খোলেননি সালমান। তাহলে দীপিকা কেন এ ধরনের মন্তব্য করলেন। নাকি ভাঙন ধরেছে সালমানের প্রেমে? অবশ্য এত সব ব্যখ্যা দেননি দীপিকা। শুধু বলেছেন, ‘‘আমি সলমনকে জন্মদিনে বউ গিফট করব প্ল্যান করেছি।’’

দিন কয়েক আগে সল্লু মিঞা জানিয়েছিলেন, ‘‘আমি ট্রানজিট পর্বে রয়েছি,  ভাল লাগছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’  সালমনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ৫০ পূর্ণ করবেন ভাইজান। আর জন্মদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলবেন। সে দিনই প্রকাশ্যে আসতে পারে সালমনের হবু বউ আসলে কে?

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com