1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

‘জাতীয় পরিচিতি বিবরণ’ পাচ্ছেন ৪৭ লাখ ভোটার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
২০১৪ সালে যে ৪৭ লাখ মানুষ ভোটার হয়েছেন অথচ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি তাদের আপদকালীন সময়ের জন্য ‘জাতীয় পরিচিতি বিবরণ’ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি ইসি কমিশনাররা নথিতে অনুমোদন দিয়েছেন।
১ সেপ্টেম্বর মঙ্গলবার  বিকেলে ইসির সিনিয়র সহকারী সচিব শাহ আলম জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখায় এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীনকে চিঠিতে ‘জাতীয় পরিচিতি বিবরণ’ বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন-অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নির্দেশনার ওই চিঠিতে বলা হয়, প্রতিবছর নিবন্ধনের পরে জাতীয় পরিচয়পত্র দিতে কিছুটা সময় লাগে। এ সময়ে জাতীয় পরিচয়পত্রের কিছু তথ্য বিবরণী, ভোটার নম্বর দেওয়া যেতে পারে। যেন নাগরিকরা অন্তর্বতী সময়ে সেবা পেতে সুবিধা পান।
খুব শিগগিরই স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ২০১৪ সালের ৪৭ লাখ ভোটারদের লেমিনেটেড এনআইডি না দেওয়া সিদ্ধান্ত নিয়ে ছিলো ইসি। এতে ওইসব সাধারণ নাগরিকরা প্রতিনিয়তই বিভিন্ন সেবা পেতে অসুবিধায় পড়ছেন। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে নাগরিকরা যেন প্রয়োজনীয় কাজ চালাতে পারেন সেজন্য তাদের একটি তথ্য বিবরণী দেওয়ার কথা ভেবেছে কমিশন। যেখানে এনআইডি নম্বরসহ অন্যান্য তথ্যগুলোও থাকবে।
এর আগে, ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ৪৭ লাখ ভোটারকে সাময়িক পরিচয়ত্র দেওয়ার সুপারিশ করেছিলেন। কিন্তু আইনে তা সমর্থন না করায় সে সুপারিশ আমলে নেয়নি ইসি। তবে জাতীয় পরিচয়পত্রে যে তথ্যগুলো থাকে তেমন একটি তথ্য বিবরণী দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৫ আগস্ট কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে এক সপ্তাহ পর বিষয়টি চূড়ান্ত হলো।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, যাদের এনআইডি নেই এমন ৪৭ লাখ নাগরিকের অসুবিধার কথা চিন্তা করে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেন তারা অন্তত এনআইডি নম্বরসহ কিছু তথ্য পান। এতে তাদের বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পেতে অসুবিধা হবে না।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com